আগরতলা, ২৯ ডিসেম্বর : আজ তেলিয়ামুড়া কলেজের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায়।
এছাডাও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুর পিতা রূপক সরকার, সহপুর পিতা মধুসূদন রায় মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা ,তেলিয়ামুড়া মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড :মিহির পাল সহ অন্যান্যরা।
এদিন বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় বলেন, পড়াশোন করে মানুষের মত মানুষ হতে হবে। যাতে সমাজের বিপন্ন মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারে ছাত্রছাত্রীরা। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

