ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। শারীরিক ভাবে অসুস্থ রয়েছেন রাজ্যের অন্যতম একজন প্রবীণ রেফারি। নাম হরি শর্মা। রেফারিংয়ের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের পুরোনো। মাঠে সবার কাছে হরিদা নামেই পরিচিতি রয়েছে ওনার। বর্তমানে আই জিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেফারি হরি শর্মা। শুক্রবার ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে গেলেন রাজ্য রেফারিজ সংস্থার প্রতিনিধিরা। খোঁজ নিলেন হরি শর্মার স্বাস্থ্যের। একই সঙ্গে রাজ্য রেফারি সংস্থ্যার তরফে পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেয়া হলো। সহযোগিতা করলেন রাজ্য রেফারি সংস্থার সচিব নারায়ণ দে। সঙ্গে ছিলেন সংস্থ্যার কোষাধ্যক্ষ সুব্রত দত্ত চৌধুরী।