আগরতলা, ২৯ ডিসেম্বর : লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবির ছেড়ে শাসক দলে যোগদান অব্যাহত রয়েছে।পাবিয়াছড়া বিধানসভার দুটি পৃথক পৃথক স্থানে সভার মধ্য দিয়ে ১৪৩ জন ভোটার যোগদান হয়।২০২৪ লোকসভা নির্বাচনের আবাসি রাজ্যে ঝাকে ঝাকে বিরোধীদের পাল্লা কে ভেঙ্গে চুরমার করে দেওয়ার রাজনৈতিক কৌশল চালাচ্ছেন বিজেপির নেতৃত্বরা ৷ দলকে যাতে আরো শীর্ষে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বদ্ধ হয়ে আছেন বিরোধীদের ধূলে মুছে পরিষ্কার করে দেওয়ার সিদ্ধান্ত সফে নিয়েছেন বিধায়ক মন্ত্রিসহ দলের নেতৃত্বরা ৷
কোন ধাপে পিছু হটতে নারাজ পাবিয়াছড়ায় কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস৷ প্রশাসনিক কাজের সাথে সাথে নিজ বিধানসভার ভোট বাক্সকে আরও শক্তিশালী করার লক্ষ্যে যেন স্থির রয়েছেন বিধায়ক ৷তার পাশাপাশি শুক্রবার অনুষ্ঠিত হয় প্রকাশ্য জনসভার মধ্য দিয়ে জাতি উপজাতির যোগদান সভা। প্রকাশ্য জনসভার মধ্য দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াচড়া কেন্দ্রের বর্তমান বিধায়কের হাত ধরে সোনাইমুড়ি তে অনুষ্ঠিত হয় দুপুর ১ ঘটিকায় যোগদান সভা ৷
সিপিআইএম কংগ্রেস করে ৭৭ জন ভোটার বিজেপি পতাকার তলে শামিল হন ৷একই দিনে বিকেল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয় মাছমারা বাজারে যোগদান সভা ৬৬ জন ভোটার বিজেপি দলে যোগ দেন। দলীয় পতাকা দিয়ে তাদেরকে দলে বরণ করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস ৷
বিধায়ক বলেন, রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়নি, হয়েছে গরিবের সরকার ক্ষেতমজুরের সরকার শ্রমিকের সরকারনের সরকার মহিলা সশস্তীকরণের সরকারঘরে ঘরে রোজগার পাইয়ে দেওয়ার সরকার৷তাই বিরুধীদের কোন ষড়যন্ত্রই কাজে লাগবে না।

