এনএসপি স্টাইপেন্ড নিয়ে সংশয় অভিভাবক মহলে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ ডিসেম্বর : ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এনএসপি নামক কেন্দ্রীয় সরকারের একটি স্টাইপেন্ড পেয়ে থাকে বহিরাজ্যে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা। এবার বহিরাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলেও ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন না আসায় স্টাইপেন্ডের জন্য ছাত্রছাত্রীরা আবেদন করতে পারছে না।

আবার এদিকে রাজ্য সরকার ওবিসি ছাত্র-ছাত্রীদের জন্য এই আবেদনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ৩১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে আবেদন করতে হবে। কিন্তু বহিঃরাজ্যে বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলেও ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন এখনো হাতে না আসায় বিপাকে পড়েছেন ছাত্রছাত্রীরা। এখন অভিভাবক মহলে সংশয় দেখা দিয়েছে তাহলে কি তারা কেন্দ্রীয় সরকারের প্রদত্ত ওবিসি স্টাইপেন্ড থেকে এ বছর বঞ্চিত হবে? রাজ্য সরকার এই সময় সীমা বৃদ্ধি করুক দাবি ছাত্রছাত্রীদের।