শ্রীনগর, ২৭ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বড়সড় সন্ত্রাসী হামলার চেষ্টা বানচাল করে দিল সুরক্ষা বাহিনী। বুধবার সকালে শ্রীনগর-বারামুল্লা হাইওয়ের ওপর লাওয়াইপোরা এলাকায় সন্দেহজনক একটি আইইডি পড়ে থাকতে দেখেন সুরক্ষা বাহিনীর জওয়ানরা। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে, তাঁরা এসে আইইডি বিস্ফোরকটি নিষ্ক্রিয় করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চিনার কর্পস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ এদিন শ্রীনগর-বারামুল্লা হাইওয়ের লাওয়াইপোরাতে একটি আইইডি উদ্ধার করে এবং সেটি ধ্বংস করে নাশকতার ছক বানচাল করে দিয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সন্দেহজনক বস্তুটিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধ্বংস করা হয়। এই ঘটনার জেরে শ্রীনগর-বারামুল্লা হাইওয়েতে অনেক সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।
2023-12-27