আগরতলা, ২৬ ডিসেম্বর : ধর্মান্তকরণ রোধ করা না গেলে জনজাতি সংস্কৃতি জাদুঘরে দেখা যাবে। আজ বিবেকানন্দ ময়দানে জনজাতি সুরক্ষা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মধ্যপ্রদেশের প্রাক্তন জেলা বিচারক প্রকাশ সিং উইকে এই ভবিষ্যদ্বাণী করেছেন।
আজ ত্রিপুরার ধর্মান্তরিত জনজাতিদের তপশীলি জনজাতি মর্যাদা বাতিলের দাবিতে জনজাতি সুরক্ষা মঞ্চের সমাবেশে প্রধান বক্তারা আদিবাসী সমাজের সংস্কৃতি, আচার-অনুষ্ঠান এবং ঐতিহ্যগত প্রথা রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মধ্যপ্রদেশের প্রাক্তন জেলা বিচারক প্রকাশ সিং উইকে ভবিষ্যদ্বাণী করে বলেন, প্রকৃত জনজাতি সংস্কৃতি শুধুমাত্র জাদুঘরে দেখা যাবে যদি সমাজ ধর্মান্তরিত করার পিছনে থাকা শক্তিগুলিকে ব্যর্থ না করে।
জনজাতি সুরক্ষা মঞ্চের আহ্বায়ক বিক্রম বাহাদুর জামাতিয়ার কথায়, এদেশের জনজাতিরা সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণেই সংরক্ষণ পাচ্ছেন। পশ্চাৎপদতার আখ্যান বামেরা তৈরি করেছে। আপনি এদেশের যেখানেই থাকুন না কেন জনজাতি সমাজ স্বজাতি রাজাদের সম্মান প্রদর্শন করে থাকেন। ত্রিপুরাতেও তার ব্যতিক্রম হয়নি। তাঁর দাবি, সংবিধান জনজাতিদের সমৃদ্ধ সংস্কৃতি, আচার-অনুষ্ঠান, রীতিনীতি এবং অন্যন ধর্মীয় অনুশীলন রক্ষায় সংরক্ষণ প্রদান করেছে। এক্ষেত্রে যদি ইসলাম বা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন তবে তিনি স্বাভাবিকভাবে তাঁর নিজস্ব শিকড় এবং সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছেন। তাই তখন ওই ব্যক্তির তপশীলি জনজাতি মর্যাদা সহ প্রাপ্য সুযোগ সুবিধা ভোগ করার কোনো অধিকার নেই।
আজ যদিও সমাবেশে জনসাধারণের উপস্থিতি সংগঠনের নির্ধারিত লক্ষ্যের চেয়ে অনেক কম ছিল। উইকে বলেন, কেন্দ্রীয় সরকার যেহেতু ৩৭০ ধারা বাতিল করেছে, সেক্ষেত্রে ৩৪২ ধারা সংশোধনী আনা বিশাল ব্যাপার নয়। তাঁর বিশ্বাস ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি পরিচালিত সরকার জন্য হয়ে ওই পদক্ষপে নেবে।