লন্ডন, ২৫ ডিসেম্বর(হি.স.) : আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে এখন থেকেই ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার কাইরন পোলার্ডকে সহকারি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।কারণ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে স্থানীয় কন্ডিশন ও উইকেট সম্পর্কে ধারণা পেতেই পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য অস্ট্রেলিয়ার মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পরিকল্পনা সাফল্য এনে দিয়েছিল ইংলিশদের। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক ছিলেন মাইক হাসি। সে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ইংলিশ ক্রিকেট বোর্ড মনে করছে, পোলার্ড টি-টোয়েন্টির সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়।তার কোচিংয়ে ইংল্যান্ড বিশ্বকাপে ভালো ফল করবে।

