ভোপাল, ২৫ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের ইন্দোরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শ্রমিকদের কল্যাণে নিবেদিত কর্মসূচিতে ভার্চুয়াল অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে অনুষ্ঠানে উপস্থিত হুকুমচাঁদ মিলের শ্রমিকদের সাথে কথাও বলবেন তিনি। এই তথ্য জানিয়েছেন জনসংযোগ আধিকারিক মহেশ দুবে।
তিনি জানান, ইন্দোরের নন্দ নগর এলাকায় অবস্থিত কনকেশ্বরী ধামে সকাল ১১টায় এই অনুষ্ঠান শুরু হবে। প্রসঙ্গত, ১৯৯২ সালে হুকুমচাঁদ মিল বন্ধ হয়ে যায়। আটকে পরে শ্রমিকদের আর্থিক পাওনা। এরপর ৩০ বছর ধরে চলা বিচারাধীন মামলায় মধ্যপ্রদেশ সরকারের আইনি মধ্যস্থতায় ২০ ডিসেম্বর হাইকোর্টে অর্থ জমা পড়ে।এই অনুষ্ঠানে হুকুমচাঁদ মিলের ৪ হাজার ৮০০ শ্রমিকের পরিবারের প্রায় ২৫ হাজার সদস্য উপকৃত হবেন।এদিন মুখ্যমন্ত্রী ৩২২ কোটি টাকার উন্নয়ন কাজের ভূমিপুজো করবেন এবং ১০৫ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করবেন