আগরতলা, ২৫ ডিসেম্বর : বাম আমলে সিপিএম ছাড়া অধিকাংশ মানুষের কপালেই সরকারি সুবিধা জুটত না। সিপিএমের জামানায় পঞ্চায়েত প্রতি ৬টি ঘর বরাদ্দ হতো। কিন্তু আজ প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে ২০১৮ সালে ক্ষমতার পরিবর্তন হওয়ার পর থেকে পঞ্চায়েত প্রতি ১৫০-২০০ ঘর বরাদ্দ হচ্ছে। আজ বামুটিয়ার বিকশিত ভারত সংকল্প যাত্রায় সিপিএমকে এভাবেই তীর্যক সমালোচনায় বিঁধলেন কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক।
এদিন তিনি বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে পুনরায় কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার ক্ষমতায় আসবে। জোর গলায় তাঁর দাবি, তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। ২০১৯ লোকসভা নিবার্চনের থেকে এবার বেশি আসনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী মনসদে বসবেন নরেন্দ্র মোদী।
এদিন তিনি আরও বলেন, জনগণকে সুযোগ সুবিধা পৌঁছে দিতে মোদীর গ্যারান্টির গাড়ি বাড়ি বাড়ি পৌঁছে গেছে। প্রত্যেক মানুষের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী ধারণা প্রত্যেক মানুষ বিকশিত হলে দেশ বিকশিত হবে। সমাজের অন্তিম ব্যক্তির কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ জানুয়ারী পর্যন্ত বিকশিত ভারত প্রকল্প যাত্রা শেষ হবে। সাধারণ মানুষকে সুবিধা প্রদানে ক্ষেত্রে মোট ১৭টি প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী।
তাঁর কথায়, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি জোট সরকার গঠন হওয়ার পর থেকে রাজ্যবাসীকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার শুরু হয়েছিল। তাছাড়া, প্রধানমন্ত্রীর মুদ্রা লোন প্রকল্পে এখন পযন্ত রাজ্যের ২৬ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন।