রাঁচি, ২২ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচিতে শ্রী জগন্নাথপুর টেম্পল ট্রাস্ট কমিটি জগন্নাথপুর মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে। ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠা দিবসের দিন ধার্য করা হয়েছে। মন্দিরের প্রধান পুরোহিত রামেশ্বর পাড়ি শুক্রবার জানান, ২৫ ডিসেম্বর ভোর ৫টা থেকে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে জগন্নাথের দর্শনের জন্য।
ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে গণপতি হবন এবং সকাল সোয়া ৯টা থেকে শ্রী বিষ্ণু হবন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় সম্মিলিত লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। সকাল ১০টা ১৫ মিনিট থেকে শুরু হবে শ্রী বিষ্ণুসহস্ত্রাম। দুপুর ১২টা নাগাদ জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হবে। দুপুর ১টা থেকে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এরপর বেলা ৩টে থেকে আবার শুরু হবে শ্রী জগৎথরথ স্বামীর শুভ দর্শন। সন্ধ্যা ৭টায় শয়ন আরতির পর সাড়ে ৭টায় বন্ধ হয়ে যাবে মন্দিরের দরজা।

