শান্তিরবাজার, ২২ ডিসেম্বর : অটো ও মারুতি গাড়ির সংঘর্ষ আহত হয়েছেন ৪জন ব্যক্তি। আজ সকালে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু মসজিদ সংলগ্ন এলাকায় ৮ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষ সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলবাহিনীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, শুক্রবার সকাল বেলায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু মসজিদ সংলগ্ন এলাকায় ৮ নং জাতীয় সড়কে একটি অটো ও মারুতি গাড়ীর সংঘর্ষ ঘটে। স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে অটো ও মারুতিগাড়ী শান্তির বাজার থেকে বীরচন্দ্র মনুর দিকে যাচ্ছিলো । এরইমধ্যে মারুতিগাড়ীটি দ্রুতগতিতে এসে অটোর পেছনেরদিকে সজোরে ধাক্কা দেয়। এতে করে অটোতে থাকা চালক সহ ৩ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তির বাজার দমকল বাহীনির কর্মীরা দ্রুততারসহিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধারক রে চিকিৎসার জন্য স্থানীয় এডিসির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করে।
আরো জানা গিয়েছে, অপরদিকে দুর্ঘটনার পরবর্তী সময় মারুতি গাড়ীটি পালিয়ে যায় বলে।পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ অটোটিকে থানায় নিয়ে যায় ও মারুতিগাড়ীটি খোঁজার চেষ্টা চালায়।

