রায়পুর, ২১ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ে নিযুক্ত হলেন বিজেপির নতুন সভাপতি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়লাভ করা ছত্তিশগড়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কিরণ সিং দেব-কে। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছত্তিশগড়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে কিরণ সিং দেব-কে নিযুক্ত করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।
ছত্তিশগড়ের জগদলপুর থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত কিরণ দেব সিংকে দলের ছত্তিশগড় ইউনিটের সভাপতি নিযুক্ত করেছে বিজেপি। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেই অনুযায়ী সিং-এর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। অরুণ সাও-এর স্থলাভিষিক্ত হবেন কিরণ, সম্প্রতি রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছেন অরুণ সাও। জগদলপুর বস্তার বিভাগের একমাত্র আসন যা অসংরক্ষিত। জগদলপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র হয়েছেন কিরণ সিং দেব। বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম) থেকে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন সিং, তিনি দলের বস্তার জেলা ইউনিটের সভাপতিও ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জগদলপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলেন। বিজেপি সংগঠনে আরও কিছু দায়িত্ব সামলেছেন তিনি।