উপহাস-কাণ্ডে ক্ষোভে ফেটে পড়ল বিজেপি, দিল্লিতে কল্যাণ ও রাহুলের বিরুদ্ধে বিক্ষোভ

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): উপহাস-কাণ্ডে এবার ক্ষোভে ফেটে পড়ল বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি এদিন বলেছেন, “উপ-রাষ্ট্রপতির অনুকরণ, সাংবিধানিক পদে অধিষ্ঠিতদের প্রতি এই মনোভাব- দেশের জনগণের পাশাপাশি দেশের সংবিধানও তাঁদের জবাব দেবে। এটি কৃষকদের, তাঁর (উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়) সম্প্রদায় এবং সাংবিধানিক পদে যারা অধিষ্ঠিত তাঁদের প্রতি অপমান। এর খেসারত রাহুল গান্ধী, কংগ্রেস ও তাদের জোটকে বহন করতে হবে।”

বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ বলেছেন, “বিরোধীরা গণতন্ত্রকে অপমান করেছে, এটা অনুকরণ নয়, উপহাস ছিল। এটা জাট সম্প্রদায়ের সন্তানের অপমান, কৃষকের সন্তানের অপমান, উপরাষ্ট্রপতির অপমান। বিজেপির কর্মীরা কীভাবে কষ্ট পাবে না?…আমরা তাদের আপত্তিকর আচরণের প্রতিবাদ করছি।” বিজেপি বিধায়ক রামবীর সিং বিধুরি বলেছেন, “রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সাংসদ ভারতের উপরাষ্ট্রপতি এবং কৃষকের ছেলেকে অপমান করেছেন। এটা দেশের সমস্ত কৃষকদের প্রতি অপমান… রাহুল গান্ধীর উচিত দেশের কাছে ও উপ-রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কল্যাণ ব্যানার্জীকে দল থেকে বহিষ্কার করা। এটা না হওয়া পর্যন্ত সারাদেশের কৃষক, শ্রমিক ও গরিবরা রাজপথে কুশপুত্তলিকা পোড়াবে।”