নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, “এ মানে অরবিন্দ এবং এ মানে একাউন্টেবিলিটি। অরবিন্দ ও দায়িত্ব (একাউন্টেবিলিটি) কখনই একসঙ্গে চলতে পারে না।” সম্বিত পাত্র আরও বলেছেন, “ক্ষমতা, মদ ও আইএনডিআই জোটের জন্য এখন খারাপ আবহাওয়া। তাই অরবিন্দ এদিক ওদিক ছুটছেন।”
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল ইডি, কিন্তু বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি জানিয়ে দেন, ইডি-র পাঠানো সমন অবৈধ। এরই প্রেক্ষিতে কেজরিওয়ালের সমালোচনা করলেন সম্বিত। বিজেপির জাতীয় মুখপাত্র আরও বলেছেন, “বেশ কিছু নেতা মদ কেলেঙ্কারি করে পালিয়ে বেড়াচ্ছেন, আবার কিছু নেতা আছেন যারা ভারতের উপরাষ্ট্রপতিকে নিয়ে মজা করেছেন এবং তার পরে মিছিল করছেন। সে বিষয়েও তাদের উন্মোচন করতে হবে।”

