নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : করোনার নতুন প্রজাতি জেএন-১ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়া দরকার, বুধবার এই মন্তব্য করলেন নীতি আয়োগের সদস্য ড. ভি কে পাল। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, করোনার নতুন প্রজাতি জেএন-১ নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই, তবে সতর্ক থাকতে হবে।
নীতি আয়োগের সদস্য ড. ভি কে পাল বুধবার রাজ্যগুলির সঙ্গে পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের একথা জানান। তিনি আরও বলেন, দেশে করোনায় বর্তমানে প্রায় ২৩০০ সক্রিয় কেস রয়েছে। করোনায় সাম্প্রতিক রোগীর সংখ্যা বাড়ার কারণ হল নতুন প্রজাতি জেএন-১। তিনি বলেন, এই প্রজাতি নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বর্তমানে কেরল, তামিলনাড়ু, গোয়া এবং কর্ণাটকে করোনায় বেশিরভাগ মানুষ আক্রান্ত হচ্ছেন। গত দুই সপ্তাহে করোনার কারণে গুরুতর শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। তিনি জানিয়েছেন, রাজ্যগুলির সঙ্গে করোনা পরিস্থিতি এবং সরকারের প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তিনি জানান, বৈঠকে রাজ্যগুলিকে হাসপাতালে সম্পূর্ণ প্রস্তুতি পরীক্ষা করতে বলা হয়েছে। ক্রিসমাস উদযাপনের জন্য রাজ্যগুলিকে সম্পূর্ণ ব্যবস্থা এবং প্রোটোকল প্রস্তুত করতে বলা হয়েছে এবং জনগণকে জনাকীর্ণ স্থান এড়াতেও পরামর্শ দেওয়া হয়েছে।