BRAKING NEWS

বিজয় মার্চন্ট : শূন্য হাতে শেষ ম্যাচে আজ থেকে ত্রিপুরা মুম্বাইয়ের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। খালি হাতেই ফিরছে ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে। আগামীকাল থেকে আসরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ শক্তিশালী তথা গ্রুপের শীর্ষে থাকা মুম্বাই। গুয়াহাটির আমিনগাঁও মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। আসরে দু-‌দলই ৪ টি করে ম্যাচ খেলে নিয়েছে। ৪ ম্যাচ খেলে মুম্বাইয়ের পয়েন্ট ১৮। ছয় দলীয় এলিট গ্রুপ ডি-তে মুম্বাই এর অবস্থান শীর্ষস্থানে। এমনকি মূল পর্বের খেলাও নিশ্চিত মুম্বাইয়ের। ত্রিপুরার ঝুলিতে এখনও কোনও পয়েন্ট নেই। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকে অনেক এগিয়েই মাঠে নামবে মুম্বাই। দু-দলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আসরে ৪ ম্যাচ খেলে নিলেও ত্রিপুরার একটি ম্যাচও ৩ দিন গড়ায়নি। দুদিনেই শেষ হয়েছে ম্যাচ। ৪ ম্যাচের মধ্যে ৩ টিতেই ত্রিপুরা পরাজিত হয়েছে ইনিংসে। শেষ ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ত্রিপুরা পরাজিত হয়েছিলো ৯ উইকেটে। ওই অবস্থায় শক্তিশালী মুম্বায়ের বিরুদ্ধে ত্রিপুরার একঝাঁক অনভিজ্ঞ ক্রিকেটাররা কতটা লড়াই ছুড়ে দিতে পারবে তা সময়ই বলবে। তবে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট আশা করছেন শেষ ম্যাচে ঘুরে দাড়াবেই ক্রিকেটাররা।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *