আগরতলা, ২০ ডিসেম্বর: জনতার হাতে আটক সন্দেহভাজন একটি গাড়ি। গাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কোয়কটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।পর্রবতী সময়ে ওই গাড়িটিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
জনৈক এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় টিআ০১জি৩৯১১ নম্বরের একটি গাড়ি দাঁড়িয়ে থাকে। এলাকাবাসীর সন্দেহ ওই গাড়িতে অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে। গতকাল সন্ধ্যায় গাড়িটিকে দেখে এলাকাবাসী জড়ো হয়ে আটক করে। তাতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সাথে সাথে পুলিশকে খবর পাঠিয়েছ। পরবর্তী সময়ে আজ গাড়িটিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।