উপহাস বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী, মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): উপহাস বিতর্কে অবশেষে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, “সাংসদরা সেখানে বসে ছিলেন, আমি তাঁদের ভিডিও শুট করেছি। আমার ভিডিও আমার ফোনে আছে। মিডিয়া এটা দেখাচ্ছে…কেউ কিছু বলেনি…আমাদের ১৫০ জন সাংসদকে (সদন থেকে) বের করে দেওয়া হয়েছে, কিন্তু মিডিয়াতে তা নিয়ে কোনও আলোচনা নেই।”

রাহুল গান্ধী আরও যোগ করেছেন, “আদানি নিয়ে কোনও আলোচনা নেই, রাফাল নিয়ে কোনও আলোচনা নেই, বেকারত্ব নিয়ে কোনও আলোচনা নেই। আমাদের সাংসদরা নিরাশ হয়ে বাইরে বসে আছেন। কিন্তু আপনারা অনুকরণ নিয়ে আলোচনা করছেন।” উল্লেখ্য, মঙ্গলবার সংসদ চত্বরে নানা ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, সেই সময় রাহুল গান্ধীর মোবাইলে ভিডিও তুলতেও দেখা যায়।