অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ১৩০০টিরও বেশি রেলস্টেশন উন্নয়নের আওতায় : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে মোট ১,৩০৯টি রেলস্টেশন উন্নয়নের আওতায় নেওয়া হয়েছে। বুধবার লোকসভায় এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই ধরনের ৫৬০টিরও বেশি নির্বাচিত স্টেশনে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, রেল মন্ত্রক অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে শহর ও রেলের সঙ্গে সংযোগের জন্য ট্র্যাফিক পরিকল্পনা এবং মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে। তিনি আরও যোগ করেছেন, এনডিএ সরকার দেশে নতুন রেলপথ স্থাপনকে বাড়িয়েছে এবং গত ৯.৫ বছরে ২৫ হাজার কিলোমিটার নতুন রেলপথ চালু করা হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমান এনডিএ সরকারের আমলে প্রতিদিন ১৪ কিলোমিটার রেলপথ স্থাপন করা হচ্ছে।