করিমগঞ্জের সলগই চা বাগান পঞ্চা‌য়েতের নতুন ক‌মি‌টি গ‌ঠিত

পাথারকান্দি (অসম), ২০ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জের সলগই চা বাগান পঞ্চা‌য়েতের নতুন ক‌মি‌টি গ‌ঠন করা হয়েছে। বুধবার বরাকভ্যালি চা ইউনিয়‌নের পদাধিকারী বীরেন্দ্রপ্রসাদ তিওয়ারি, বিন্দাচল কানু, গোলাপচাঁদ কানু, হৈম‌ন্তি বাসফর সহ বাগান শ্রমিকদের উপস্থিতিতে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে পাথারকান্দি নির্বাচন কেন্দ্র এলাকার লোয়াইর‌পোয়া ব্ল‌কের হা‌তি‌খিরা চা বাগা‌নের সলগই ডি‌ভিশনের বাগান পঞ্চায়েতের নতুন ক‌মি‌টি গ‌ঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি প‌দে রমাকান্ত কানু, সম্পাদক মুন্নালাল রবিদাস সহ সাতজন সহ-সভাপ‌তি, সহ-সম্পাদক ও সদস্য-সদস্যাকে মনোনীত করা হয়েছে। নব গ‌ঠিত ক‌মি‌টির হাত ধ‌রে চা শ্রমিক‌দের নানা সমস্যা়র সমাধান সহ বাগা‌নের সা‌র্বিক উন্নয়ন হ‌বে ব‌লে প্রত্যাশা ব্যক্ত ক‌রে‌ছেন স্থানীয়রা।