BRAKING NEWS

সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে আজ চারটি ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ৪ টি ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর মাঠে শক্তিশালী এ ডি নগর খেলবে জি বি সি সি-‌র বিরুদ্ধে, তালতলা মাঠে চাম্পামুড়া খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে, নিপকো মাঠে জুয়েলস খেলবে দশমীঘাট সি সি-‌র বিরুদ্ধে এবং নরসিংগড় পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী খেলবে মৌচাক সি সি-‌র বিরুদ্ধে। ইতিমধ্যে ৬ ম্যাচ খেলে  সবকটিতে জয় পেয়ে সুপার ফোরে পৌঁছে গেছে খোকন দেবের দল এ ডি নগর সি সি। সুপারের লড়াইয়ে রয়েছে চাম্পামুড়া, ক্রিকেট অনুরাগীও। বাকি ৫ দলের কাছে ম্যাচটি নিয়মরক্ষার। বৃহস্পতিবার ফেভারিট হিসাবেই মাটে নামবে এ ডি নগর, চাম্পামুড়া ,জুয়েলস এবং অনুরাগী। ৮ দলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *