জম্মু, ২০ ডিসেম্বর (হি.স.) : ফের ভূমিকম্প অনুভূত হল জম্মু কাশ্মীরের কিশতওয়ার জেলায়। বুধবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার বিকেলে এই ভূমিকম্প হয়। এই কম্পনের তীব্রতা ছিল ৩.৪ এবং এর গভীরতা ছিল ৫ কিমি।
গত ২৪ ঘন্টায়, জম্মু-কাশ্মীর এবং লাদাখে কমপক্ষে ১১ রাউন্ড ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কম তীব্রতার কম্পন একটি ভাল লক্ষণ, কারণ এটি একটি বড় ভূমিকম্পের সম্ভাবনাকে হ্রাস করে।