BRAKING NEWS

দুদিনের রাজ্য সফরে বিএসএফ এর ডিজি নিতিন আগরওয়াল, খতিয়ে দেখলেন নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর : ইন্দো- বাংলদেশ সীমান্ত রক্ষায় ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ-এর নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে বুধবার ত্রিপুরায় এসেছেন ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স,  নিতিন আগরওয়াল, এবং এডিজি (ইস্টার্ন কমান্ড) সোনালী মিশ্র, আইপিএস। সামনেই বাংলাদেশের নির্বাচন। তার আগে ইন্দো-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন তাঁরা।

আজ বিকেল ৫টা নাগাদ আগরতলা বিমানবন্দরে অবতরণ করেছেন তাঁরা। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানিয়েছেন রাম কৃপাল সিং, ডিআইজি (পিএসও), অফিসিয়াল আইজি, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার। সেখান থেকে তাঁরা সোজা চলে গেছেন শালবাগানস্থিত বিএসএফ- র ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে। শালবাগানের অফিসার্স ইনস্টিটিউটে ডিজি নিতিন আগরওয়ালকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

ফ্রন্টিয়ার সদর দপ্তর বিএসএফ শালবাগানের মিত্রিকা হলে পিএমএমএস পুরস্কারপ্রাপ্তদের জন্য এক অনুষ্ঠানের পর একটি প্রহরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এদিন।  প্রহরী সম্মেলনে জওয়ানদের সম্বোধন করে ডিজি বিএসএফ বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন এবং ঘন ঘন পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবেলায় জওয়ানদের উদ্বুদ্ধ করেছেন।  এদিন তিনি বাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করতে ব্যক্তিগত স্বাস্থ্য এবং জওয়ানদের যথাযথ প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন।

 তিনি সীমান্তে নিরাপত্তারক্ষীবাহিনীর অক্লান্ত প্রচেষ্টা এবং উত্সর্গের প্রশংসা করেছেন এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকরভাবে আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিএসএফ ত্রিপুরা সীমান্তের প্রচেষ্টার প্রশংসা করেছেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের ভয়াবহতা রোধে জোর দিয়েছেন এদিনের আলোচনায়।

ডিজি বিএসএফ এদিন ভারত-বাংলাদেশ সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং অপারেশনাল প্রস্তুতির পর্যালোচনা করেছেন।  দায়িত্বপ্রাপ্ত আই জি এদিন ত্রিপুরা সীমান্তের কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে  ডিজি বিএসএফ নিতিন আগরওয়ালকে অবহিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *