নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): দরিদ্রদের জন্য ন্যায়বিচার পাওয়ার সবচেয়ে বড় প্রতিকূলতা হল আর্থিক চ্যালেঞ্জ। বুধবার লোকসভায় এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “বছরের পর বছর ধরে ‘তারিখের পর তারিখ’ চলতে থাকে। পুলিশ বিচার ব্যবস্থাকে দায়ী করে। সরকার পুলিশ ও বিচার বিভাগকে দায়ী করে। পুলিশ ও বিচার বিভাগ এই বিলম্বের জন্য সরকারকে দায়ী করে। এখন আমরা নতুন আইনে অনেক কিছুই পরিষ্কার করেছি।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “সিআরপিসিতে ৪৮৪টি বিভাগ ছিল, এখন তাতে ৫৩১টি বিভাগ থাকবে। ১৭৭টি বিভাগে পরিবর্তন করা হয়েছে এবং ৯টি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। ৩৯টি নতুন উপ-ধারা যুক্ত করা হয়েছে। ৪৪টি নতুন বিধান যোগ করা হয়েছে।” অমিত শাহ এদিন লোকসভায় আরও বলেছেন, “আমরা বলেছিলাম, অযোধ্যায় আমরা যত তাড়াতাড়ি সম্ভব রামমন্দির তৈরি করব এবং ২২ জানুয়ারি সেখানে ভগবান রামের মূর্তি স্থাপন করা হবে। এটি প্রধানমন্ত্রী মোদীর সরকার, যা বলে করেও দেখায়। আমরা বলেছিলাম, সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ দেব। কংগ্রেস বহুবার ক্ষমতায় এসেছিল এবং তারিখ দিতে থাকে কিন্তু আমরা প্রদান করেছি এবং নারীদের ক্ষমতায়নের জন্য সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছি।”

