আগরতলা, ২০ ডিসেম্বর : :রাজ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে। চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন। এরই মধ্যে গতকাল গভীর রাতে মন্দিরে হাত সাফাই করল চোরের দল।
মন্দিরের জনৈক পুরোহিত জানিয়েছেন, আজ সকালে ধর্মনগরস্হিত হরি মন্দিরে এসে দেখতে পেয়েছে মন্দিরের দরজা ভাঙা অবস্হায় আছে। সাথে তিনি পুলিশকে খবর পাঠিয়েছে।
তিনি আরও জানিয়েছেন, গতকাল রাতে চোরের দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার, মন্দির বিভিন্ন সামগ্রী সহ দানবাক্স ভেঙে নগদ ১০হাজার টাকা নিয়ে পালিয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।