নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপহাসের তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি মুর্মু বুধবার এক বার্তায় জানিয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজেদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে ঠিকই, তবে তাঁদের অভিব্যক্তি হতে হবে মর্যাদা ও সৌজন্যের নিয়মের মধ্যে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছেন, “সংসদ কমপ্লেক্সে আমাদের শ্রদ্ধেয় উপ-রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করা হয়েছে, তা দেখে আমি হতাশ হয়েছি। নির্বাচিত জনপ্রতিনিধিদের অবশ্যই নিজেদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, তবে তাঁদের অভিব্যক্তি মর্যাদা ও সৌজন্যের নিয়মের মধ্যে হওয়া উচিত। এটিই সংসদীয় ঐতিহ্য, যে জন্য আমরা গর্বিত এবং ভারতীয় জনগণ আশা করেন যে তাঁরা এটি বজায় রাখবেন।

