৩২১ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

শিলিগুড়ি, ১৯ ডিসেম্বর (হি.স.): সাফল্য পুলিশের । বিপুল পরিমাণ গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আটক করা হয়েছে এক ট্রাকও। সোমবার রাতে অভিযানে নেমে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকা থেকে ট্রাকটি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ৩২১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার হয় তিনজন। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পুলিশ জানতে পারে অসম থেকে ট্রাকে করে গাঁজা বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথের মাঝে ট্রাকটি ফুলবাড়ি এলাকার কোনও একটি ধাবাতে দাঁড়াবে । সেইমতো সোমবার সন্ধ্যে থেকেই এলাকায় ওঁত পেতে থাকে সাদা পোশাকের পুলিশ। রাতে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকার একটি ধাবাতে ট্রাকটি এসে দাঁড়ালে আটক করা হয়। গাঁজা পাচার চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত বলে মনে করা হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।