আলওয়ার, ১৯ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের আলওয়ার জেলায় বোলেরো এবং সিমেন্ট ভর্তি একটি ট্রেলারের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে রাজস্থানের আলওয়ার জেলায় জিন্দাউলি উপত্যকার কাছে বোলেরো এবং সিমেন্ট ভর্তি একটি ট্রেলারের সংঘর্ষ হয়।
ট্রেলারটি একটি খাদে উল্টে গেলে বোলেরোতে থাকা সমস্ত যাত্রী চাপা পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে, টানা দুঘণ্টার পরিশ্রমের পর ক্রেন ও জেসিবির সাহায্যে মৃতদেহ ও আহতদের সরানো সম্ভব হয়েছে। সবাইকে অ্যাম্বুলেন্সে করে আলওয়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। মৃতদের নাম, সুরেন্দ্র অরোরা, চালক বাবুলাল গুর্জর, রবীন্দ্র ও নটওয়ার। আহতরা হলেন,জুনিয়র ইঞ্জিনিয়ার রাজেশ গুর্জার এবং মাগন।