লিগ ওয়ান : ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারাল পিএসজি

প্যারিস, ১৮ ডিসেম্বর (হি.স.): রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে স্টেড পিয়েরে মাউরয়ে লিলের মুখোমুখি হয়েছিল পিএসজি। কিন্তু এই ম্যাচে ফরাসি চ্যাম্পিয়নরা নির্ধারিত সময় শেষ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে।তবে এদিন ঘরের মাঠে দাপটটা দেখিয়েছে লিলই। তবে প্রথম হাফ ছিল গোলশূন্য।

দ্বিতীয় হাফে আক্রমনে ফিরে আসে লিল। তবে ম্যাচের প্রথম গোলটা করে পিএসজি। ম্যাচের ৬৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এই এক গোলের লিড নিয়েই ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল পিএসজি। বদলি কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিড ৯৪তম মিনিটে গোল করে সমতায় ফেরান। আর এই ড্রয়ের ফলে আট ম্যাচ পর লিগে পয়েন্ট হারাল ফরাসি চ্যাম্পিয়নরা। পয়েন্ট হারালেও লিগ টেবিলে পিএসজির অবস্থান প্রথম স্থানেই রয়েছে। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে তারা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে লিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *