কালভৈরব ও কাশী বিশ্বনাথের দরবারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বারাণসী, ১৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বাবা কালভৈরব এবং শ্রী কাশী বিশ্বনাথ দরবারে উপস্থিত হন। বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করে উত্তর প্রদেশ রাজ্যের মানুষের মঙ্গল কামনা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সোমবার কালভৈরব মন্দিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে দুদিনের সফরে রবিবার বারাণসী আসেন মুখ্যমন্ত্রী যোগী। সোমবার দর্শন ও পুজো সেরে মুখ্যমন্ত্রী উমরাহ চৌবেপুরের উদ্দেশে রওনা দেন।