লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। সোমবার সকালে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে তাঁকে ফুলের তোড়া উপহার দেন। এদিন সকালে ভজনলাল শর্মার সঙ্গে উপস্থিত ছিলেন রাজস্থান রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বৈরওয়া।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সরকারি বাসভবন নয়াদিল্লির ২০ আকবর রোডে অবস্থিত। এই বাসভবনে সোমবার সকালে সৌজন্য সাক্ষাতের সময় ওম বিড়লা মুখ্যমন্ত্রী এবং উভয় উপমুখ্যমন্ত্রীকে তাদের নতুন পদের জন্য অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *