নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): সংসদে নিরাপত্তা বিচ্যুতি ইস্যুতে সোমবারও উত্তাল হল সংসদ। সোমবার লোকসভায় অধিবেশন শুরু হওয়ার পর, সংসদের নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে প্রশ্নোত্তর পর্বে হইহট্টগোল করেন বিরোধী সাংসদরা। বিরোধীদের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে এই ইস্যুতে রাজনীতি করা হচ্ছে। সভার ওয়েলে নেমে স্লোগান দেওয়া সংসদের মর্যাদার পরিপন্থী। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের (বিরোধীদের) সহযোগিতার অনুরোধ করছি।” তুমুল হইহট্টগোলের কারণে দুপুর অবধি মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন।
একই অবস্থা ছিল রাজ্যসভাতেও। বিরোধী সাংসদদের তুমুল হট্টগোলের মধ্যেই বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, হইচই চলে থাকে, তাই রাজ্যসভার অধিবেশন দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। রাজ্যসভার অধিবেশন মুলতবি করার আগে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এদিন সাংসদ জেবি মাথার এবং বিনয় বিশ্বমকে হাউসের কার্যধারা ব্যাহত করার জন্য সতর্ক করেছিলেন।