পুণে–তে পিকআপ ভ্যান ও অটোর সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন ৮ জন

পুণে, ১৮ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের পুণে জেলায় কল্যাণ-নাসিক হাইওয়েতে পিকআপ ভ্যান ও অটোরিক্সার সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পুণে জেলার জুন্নার তালুকায়, কল্যাণ-নাসিক হাইওয়ের ওপর। সোমবার সকালে এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার রাতে কল্যাণ-নাসিক হাইওয়ের ওপর পিকআপ ভ্যান ও অটোরিক্সার সংঘর্ষে মৃত্যু হয়েছে ৮ জনের।

জোরালো সংঘর্ষের জেরে অটোরিক্সাটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ৮ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। পদস্থ ও পুলিশ কর্তা আরও জানিয়েছেন, দুর্ঘটনায় অটোরিক্সার ৩ জন ও পিকআপ ভ্যানের ৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।