প্রধানমন্ত্রী কাশীতে বিকাশ ভারত সংকল্প যাত্রার উপর ভিত্তি করে প্রদর্শনীতে অংশ নেন

বারাণসী, ১৭ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার কাশীতে বিকাশ ভারত সংকল্প যাত্রার উপর ভিত্তি করে আয়োজিত প্রদর্শনীতে অংশ নেন। তিনি এদিন তাঁর সংসদীয় এলাকা বারাণসীর নাদেসরের ছোট কাটিং মেমোরিয়াল কমপ্লেক্সে শহরাঞ্চলের বিকাশ ভারত সংকল্প যাত্রার উপর ভিত্তি করে প্রদর্শনী পরিদর্শন করেন।

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী স্বয়মনিধি, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা ইত্যাদির সুবিধাভোগীরা এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে শিক্ষার্থী ও সুবিধাভোগীদের সঙ্গে কথোপকথনের সময় প্রধানমন্ত্রীকে এদিন উচ্ছ্বসিত দেখাচ্ছিল। তিনি বিভিন্ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত সুবিধাভোগীদের অভিজ্ঞতা এবং তাঁদের জীবনের পরিবর্তন সম্পর্কে নানা কথা শোনেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর উপকারভোগীদের উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। বিকাশ ভারত সংকল্প যাত্রায় বিভিন্ন প্রকল্পের স্টল বসানো হয়েছে। এখান থেকে প্রধানমন্ত্রী নমো ঘাটে আয়োজিত কাশী তামিল সঙ্গম অনুষ্ঠানে অংশ নেবেন এবং জনগণের সঙ্গে কথা বলবেন।
প্রধানমন্ত্রী রবিবার রাত্রি যাপন করবেন বারেকা গেস্ট হাউসে। প্রধানমন্ত্রী ১৮ ডিসেম্বর সকাল ১০.৪৫ মিনিটে হেলিকপ্টার করে ওমরাহতে অবস্থিত স্বরভেদ মহামন্দিরে যাবেন। সেই মন্দির উদ্বোধনের পর মন্দির পরিদর্শনও করবেন মোদী। আগামীকাল দুপুর ১টার দিকে সেবাপুরী বারকি গ্রামে বিকাশ ভারত সংকল্প যাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এখানেও তিনি খেলোয়াড় এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে একটি জনসভায় ভাষণ দেবেন।