নগাঁওয়ের রহায় সড়ক দুৰ্ঘটনা, হতাহত দুই

নগাঁও (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত রহায় সংঘটিত এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন জনৈক স্কুটার আরোহী। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরিফ নামের একজন। নিহতকে রহার বাসিন্দা মহম্মদ ইজাজ আনসারি বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, রহার নতুন চারিআলির কাছে ভয়ংকর এই সড়ক দুৰ্ঘটনাটি শনিবার রাতে সংঘটিত হয়েছে। এএস ০২ এএইচ ৬৬৮৭ নম্বরে একটি স্কুটার এবং নগাঁওগামী এএস ০২ একে ৫২৯০ নম্বরের বলেনো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুৰ্ঘটনাটি সংঘটিত হয়েছে। পুলিশ সূত্রের খবর, স্কুটারটি জাতীয় সড়ক অতিক্রম করার সময় নগাঁও অভিমুখী বলেনোর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটারের চলক আজিজ আনসারির। রহায় একটি টায়ার দোকানের মালিক ছিলেন আজিজ। আহত আরিফ ছিলেন তাঁর দোকানের কর্মচারী।

দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে গিয়ে হাজির হয় রহা থানার পুলিশ। তাঁরা হতাহত দুজনকে উদ্ধার করে নগাঁওয়ে পাঠান। আহত আরিফের চিকিৎসা চলছে ভোগননী ফুকননী সিভিল হাসপাতালে। অন্যদিকে নিহত আজিজ আনসারির মৃতদেহকে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।