–অস্ট্রেলিয়ায় হারল টানা ১৫তম ম্যাচ!
পার্থ, ১৭ ডিসেম্বর(হি.স.): চারদিনেই শেষ হল পার্থ টেস্ট। ৩৬০ রানে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল পাকিস্তান।আর অস্ট্রেলিয়ায় পাকিস্তান হারলো টানা ১৫তম ম্যাচ। যার শুরু ১৯৯৫ সাল থেকে।
৫ উইকেটে ২৩৩ রান তুলে দ্বিতীয় ইনিংসটা ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। লিড পায় ৪৫০ রানের। বিশাল লক্ষ্য। যা করা ছিল পাকিস্তানের কাছে প্রায় অসম্ভব। সেটাই হল।
অস্ট্রেলিয়ার বোলিং চাপে পিষ্ট হয়ে ৩০.২ ওভারেই ৮৯ রানেই অলআউট শান মাসুদের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি পাকিস্তানের পঞ্চম সর্বনিম্ন টেস্ট স্কোর।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেছেন সৌদ শাকিল।আর অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। ২ উইকেট নাথান লায়নের, যার প্রথমটি উইকেটটি নিয়ে ইতিহাসের অষ্টম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই অফ স্পিনার।