কুল্লু, ১৭ ডিসেম্বর (হি. স.) : চরস চোরাচালানের অভিযোগে রবিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভুন্তার থানার পুলিশ। ধৃতকে আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের একটি দল যখন রুয়াডুর কাছে টহল দিচ্ছিল তখন পাচারের ঘটনাটি প্রকাশ্যে আসে। এসময় এক ব্যক্তি পুলিশেকে দেখে আত্মগোপনের চেষ্টা শুরু করেন। ওই ব্যক্তির কাছে কিছু সন্দেহজনক বস্তু রয়েছে বলে সন্দেহ পুলিশের। ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তল্লাশিকালে তার কাছ থেকে এক কেজি ১৬ গ্রাম চরস উদ্ধার করা হয়। পুলিশ চরসের বাজায়াপ্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

