লখনউ, ১৭ ডিসেম্বর (হি.স.) : বিশ্বের তৃতীয় মহাশক্তি হতে চলেছে ভারত, রবিবার এই মন্তব্য করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রবিবার লখনউয়ের রাজাজিপুরমে আয়োজিত অটল স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জগদীপ ধনখড় একথা বলেন।
রবিবার লখনউয়ের রাজাজিপুরমে আয়োজিত অটল স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই উদ্বোধনী অনুষ্ঠানে জগদীপ ধনখড় বলেন, ভারত বিশ্বের তৃতীয় মহাশক্তি হতে চলেছে। আজ যদি অটলজী বেঁচে থাকতেন, তিনি দেখতেন যে ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতিযুক্ত দেশে পরিণত হয়েছে। আজ বিশ্ব আমাদের শক্তির স্বীকৃতি দিচ্ছে। আগামী পাঁচ বছরে আমরা জাপান ও জার্মানিকে পেছনে ফেলে এগিয়ে যাবো। এই অনুষ্ঠানে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, লখনউয়ের মেয়র সুষমা খার্কওয়াল এবং রাজ্যসভার সদস্য সুধাংশু ত্রিবেদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি আরও জানান, তিনি অটলজিকে খুব মিস করেন। অটলজি তাঁর নীতিতে অটল ছিলেন। তিনি বলেন, “আমি যখন কেন্দ্রে মন্ত্রী ছিলাম, ইউরোপীয় পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি ১৫ দিনের জন্য অটলজির সঙ্গ পেয়েছি”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী সংরক্ষণ বিল পাশ করে নারীদের ন্যায়বিচার দিতে কাজ করেছেন। এই পদক্ষেপে বিস্মিত বিশ্ব। এবার লোকসভা ও বিধানসভায় এক-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব পাবেন মহিলারা। এটি একটি বিশাল বিপ্লবী পদক্ষেপ। এই সংরক্ষণ সামাজিক ন্যায়বিচারের প্রতীক বলেও এদিন উল্লেখ করেন উপরাষ্ট্রপতি।
ধনখড় আরও জানান, স্বাস্থ্যই আজকের শাসন ব্যবস্থার অগ্রাধিকার। স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। আজ মানুষ এর গুরুত্ব বুঝতে পারছে। আমাদের সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যতই মেধাই থাকুক না কেন, আপনি সুস্থ না থাকলে কিছুই করতে পারবেন না। সুস্থ জীবনই জীবন। সুখী হতে চাইলে সুস্থ থাকুন। আয়ুষ্মান ভারত, প্রতিটি বাড়িতে টয়লেটের ধারণা আমাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। ভারতের মতো বিশাল দেশে কি প্রতিটি ঘরে আগে টয়লেট ছিল? অটলজির স্বপ্ন আজ পূরণ হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মায়াঙ্কেশ্বর শরণ সিং, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ডাঃ দীনেশ শর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

