লখনউতে রাস্তায় দুটি ট্রাকের মধ্যে প্রবল সংঘর্ষে চালকের মৃত্যু

লখনউ , ১৭ ডিসেম্বর (হি.স.) : লখনউতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিবার সকালে একজন চালকের মৃত্যু হয়েছে। লখনউ-এর মোহনলালগঞ্জের বাণী রোডে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রথমে উভয় ট্রাকের চালক আহত হন। এর বেশ কিছুক্ষণ পর একজন চালকের মৃত্যু হয়। ঘটনার পর বনিমার্গে অবস্থিত স্থানীয়রা মোহনলালগঞ্জ থানায় খবর দেয়। দুর্ঘটনার কারণে রবিবার সকাল থেকেই প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। আহত অন্য এক চালককে ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।

জ্যাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইটিবিপি এবং বিএসএফ কর্মীদের সাহায্য নেন পুলিশকর্মীরা। রবিবার ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরানো হয়। রাস্তার ওপর পড়ে থাকা ট্রাকগুলির ধ্বংসাবশেষ জেসিবি দিয়ে সরানো হয়। মোহনলালগঞ্জ থানার ইনচার্জ জানিয়েছেন, মৃত চালকের নাম অজিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *