ধর্মনগর, ১৭ ডিসেম্বর: ১৫ এবং ১৬ ডিসেম্বর দুই দিনব্যাপী স্পেইস অন হুইল অনুষ্ঠানের সমাপ্তি হল ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। সারা রাজ্য পরিক্রমা করে শুক্রবার এবং শনিবার ধর্মনগরে স্পেস অন হুইল বাসের প্রদর্শনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল।
পরিসমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিজ্ঞান ভারতীর ন্যাশনাল সেক্রেটারি প্রবীণ রামদাস, পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত গোল্ডেন ভিলী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল তথা অনুষ্ঠানের ডিস্ট্রিক কোঅর্ডিনেটর মানষ দে। স্পেস অন হুইল এর বাসে ইসরোর আবিষ্কারগুলিকে, পি এস এল ভি, এএসএলভি, ডিএসএলভি, বিভিন্ন ধরনের লঞ্চ প্যাড এবং নেভিগেশন সিস্টেম দেখানো হয়।
ছাত্র-ছাত্রী তথা যারা শিক্ষার সাথে জড়িত এবং জানার আগ্রহ রয়েছে তাদের কাছে এক আধুনিক বিজ্ঞানের এবং প্রযুক্তির আবিষ্কার সমূহ দর্শন এবং জানার দোয়ার খুলে দিল এই বাস। বর্তমানে ভারত মহাকাশবিদ্যয় কোথায় কি অবস্থায় গিয়ে পৌঁছেছে তা অনেকেরই অজানা। এই অজানা তথ্যকে সঠিক রূপ দিয়ে মানুষের কাছে যেভাবে প্রদর্শিত করা হলো তা শুধুমাত্র উপলব্ধি করা একটা বিশাল ভাগ্যবানের ব্যাপার। রাজ্যের মানুষের কাছে ভারতের মহাকাশ গবেষণার সাফল্যগুলি যেভাবে তুলে ধরা হলো তা অভাবনীয় বলে বিশেষজ্ঞরা বর্ণনা করেছেন।