মাহুর (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত মাহুর থানা এলাকার নৃরিমবাংলো ২৭ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে জনৈক যুবকের। মৃত যুবককে বছর ১৯-এর জাহির হুসেন বলে শনাক্ত করা হয়েছে।
পুলিশের তদন্তকারী অফিসার জানান, আজ রবিবার সকালে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত যুবক জাহির হুসেনের বাড়ি কামরূপ জেলার অন্তর্গত সোনাপুর থানাধীন চামতাপথারে। তিনি জানান, জাহির হুসেনের মৃতদেহ সরকারি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।