শিমলা, ১৭ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশে শনিবার গভীর রাতে আগুনে পুড়ে দুজন শিশু সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। হিমাচল প্রদেশের উনা জেলায় আদিবাসী শ্রমিকদের ঝুপড়িতে আগুন লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে। আগুনে একজন মহিলা ও তাঁর দুজন শিশুর জীবন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয়েছে।
শনিবার রাতে কাইলুয়া গ্রামের হারোলি এলাকার একটি ঝুপড়িতে আগুন লাগে। রবিবার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মৃতার নাম সুমিত্রা দেবী (২৫)। আগুনে সুমিত্রার পুত্র অঙ্কিত(৯ মাস) এবং কন্যা নয়নার(৫বছর) মৃত্যু হয়েছে। আগুনে মহিলার স্বামী বিজয় শঙ্কর (২৫) গুরুতর আহত হয়েছেন। বিজয় শঙ্করকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।