আগরতলা, ১৬ ডিসেম্বর: গরীব কল্যাণে বিশ্বকর্মা যোজনা নিয়ে প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা অন্যতম উদাহরণ। আজ ভগৎ সিং যুব আবাসে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা শীর্ষক কর্মশালায় একথা বলেন অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, শিল্পী এবং কারিগর সহ ১৮টি শ্রেণীর মানুষ যাদের কথা কেউ কখনও ভাবেনি তাঁদের বিভিন্ন সুবিধা প্রদানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা যোজনার ঘোষণা দিয়েছেন।
এই যোজনার সফল বাস্তবায়নে আজ ভগৎ সিং যুব আবাসে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ৭টি জেলার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।