শিমলা, ১৬ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার রাতে হিমাচল প্রদেশের চারটি জেলা লাহৌল-স্পিতি, কিন্নর, কুল্লু এবং মান্ডিতে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে পৌঁছে গিয়েছিল। সমতল ভূমিতেও শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে। উপজাতীয় এলাকায় হ্রদ, জলপ্রপাত এবং অন্যান্য প্রাকৃতিক জলের উৎসে বরফ জমে গিয়েছে। সমতলের উনা ও মান্ডিতে শিমলার চেয়েও শীতল আবহাওয়া ছিল।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, শুক্রবার রাতে লাহৌল-স্পিতি, কিন্নর, কুল্লু এবং মান্ডি জেলায় পারদ মাইনাসে পৌঁছে গিয়েছিল। লাহৌল-স্পিতি জেলার চীন সীমান্ত সংলগ্ন সামধো ছিল শীতলতম স্থান। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্নর জেলার কাল্পায় পারদ -১.২, কুল্লু জেলার ভুন্টারে -১ এবং মান্ডি জেলার সুন্দরনগরে -০.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। এছাড়াও, শিমলা ও ধর্মশালায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৪, উনা ২.২, নাহান ৭.২, সোলান ১, পালমপুর ৩, মান্ডি ০.১, চাম্বা ২, ডালহৌসি ৫.৩, জুব্বারহাট্টি ৬.৮, কুফরি ৫.৯, নারকান্দায় তাপমাত্রা ৩.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। রেকং পিও, সিওবাগে ১, ধৌলা কুয়ানে ৫.৩ এবং বার্থিনে ২.৪ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে। এদিকে, শিমলা সহ রাজ্যের বেশিরভাগ শহরে শনিবারও আবহাওয়া পরিষ্কার রয়েছে। আবহাওয়া দফতর ২১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে।