লখনউ, ১৬ ডিসেম্বর (হি.স.) : চিকিৎসা হল সমাজের সেবা করা ব্যবসা নয়, বলে শনিবার মন্তব্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। তিনি শনিবার সঞ্জয় গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ২৮ তম সমাবর্তনে উপস্থিত হয়ে একথা বলেন। তিনি এদিন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আরও বলেন, আমাদের সংস্কৃতিতে হাসপাতাল একটি মন্দির এবং ডাক্তারকে ভগবান মনে করা হয়। ভারত চরক ও ধন্বন্তরীর দেশ। তাই আমাদের দাসত্বের নিদর্শন ভেঙ্গে এগিয়ে যেতে হবে।
সঞ্জয় গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ২৮ তম সমাবর্তনে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উৎসাহিত করার সময়, ডাঃ মান্ডভিয়া আরও জানান, আমাদের জন্য দেশ প্রথম হওয়া উচিত। এরজন্য প্রয়োজন দেশের প্রতি পূর্ণ নিষ্ঠা। তিনি বলেন, সুস্থ সমাজই একটি সুস্থ জাতি ও সফল জাতি গঠন করে। অমৃতকালে আমাদের সকলের দায়িত্ব বেড়েছে। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের রূপকল্প বাস্তবায়ন করবে ভারত। তোমাদের একটি জীবনধারা শেষ হয়ে অন্যটি শুরু হয়েছে বলেও এদিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন কেন্দ্রীয় মন্ত্রী। তোমরা সবাই তোমাদের পিতামাতার প্রত্যাশা পূরণ কর। তোমাদের সাফল্য অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও গর্বিত করবে।
উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, সামনে চ্যালেঞ্জ রয়েছে। রাজ্যের প্রতিটি বাসিন্দাকে চিকিৎসা সুবিধা দিতে হবে। মেডিকেল কলেজ বেড়েছে। লক্ষ্য রয়েছে প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ বাড়াতে হবে।