ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।।তালতলা মাঠে খুবই স্বল্প রানে গুটিয়ে গেল কর্নেল কোচিং সেন্টার। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে শনিবার ঘটলো এই ঘটনা। টস জিতে কর্নেল শিবির প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়। তবে এগিয়ে চলোর বিষাক্ত বোলিংয়ের কাছে মুখ থুবড়ে পড়ে কর্নেল শিবির। একে একে ব্যাটসম্যানরা ২২ গজে এসে উইকেট হারিয়ে ব্যাক টু পেভেলিয়ান। এই অবস্থায় বহু কষ্টে ২৪.১ ওভার খেলে সব উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে কর্নেলের স্কোর দাঁড়ায় মাত্র ২১ রানে। বল হাতে এগিয়ে চলো সংঘের হয়ে তিনটি করে উইকেট দখল করে দিগ্বিজয় মজুমদার, ময়ুক চক্রবর্তী ও শঙ্খদীপ দাসরা। জয়ের জন্য এগিয়ে চলোর সামনে টার্গেট দাঁড়ায় ২২ রানের। যাকে মাত্র ৪.১ ওভারেই কোনো উইকেট না হারিয়ে অনায়াসেই হাসিল করে নেয় এগিয়ে চলো সংঘ।
2023-12-16

