নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): আত্মনির্ভর ভারতের মহিলারা শুধুমাত্র নিজেদের টিকিয়েই রাখেননি, অন্যদের জন্যও আশীর্বাদ হয়ে উঠছেন। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমাদের সরকার এই ধরনের প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিশ্রমী মানুষদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী মোদী। এদিন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “বিকাশ ভারত এর সংকল্পের সঙ্গে মোদীর গ্যারান্টি ওয়ালা গাড়ি দেশের নানা প্রান্তে পৌঁছচ্ছে। এই যাত্রা শুরু হচ্ছে আমার সম্পূর্ণ হবে। এই এক মাসে হাজার হাজার গ্রামে-গঞ্জে হাজার হাজার শহরে পৌঁছেছে। প্রধানমন্ত্রী বলেছেন, “বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হয়তো মোদী করেছে, কিন্তু গোটা দেশবাসী এর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন।”