ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে বিজেপি: কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর : ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় টিকে থাকার নিরন্তন প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারা দেশের সংবিধানকে অচল করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হচ্ছে। গণতন্ত্রকে স্তব্ধ করে দিতে চাইছে। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে। এভাবে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না বলে অভিমত ব্যক্ত করেছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন।
রাজধানীর স্টুডেন্ট হেলথ আয়োজিত রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশে অরাজকতা বিরাজ করছে। কিছু কিছু মানুষকে চিহ্নিত করে তাদের মাধ্যমে বিভাজন তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে।

উনার কথায়, আমাদের দেশের জনসংখ্যার ১৪.৬ শতাংশ হল সংখ্যালঘু মুসলমান। তাই শাসক গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করে ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতা ধরে রাখতে চায়। শনিবার রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও কংগ্রেস মাইনোরিটি শাখার সভাপতি, সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন আরও বলেন যে, শাসক দল সংবিধানের ধারে কাছেও নেই।  ভোটের রাজনীতিতে ভোটে জেতা ও সমর্থকদের প্রাতিষ্ঠানিক লালসা দেখানো এটাই হচ্ছে তাদের কর্মসূচি। তাদের প্রতি মানুষের যে বিশ্বাস তার প্রতি তাদের বিন্দুমাত্রও সন্মান বোধ নেই। এদিনের সভায় সংগঠনের কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *