জগদ্দলে তৃণমূল কংগ্রেস নেতা খুনে গ্রেফতার আরও ৩, ধৃতের সংখ্যা বেড়ে হল ৫

জগদ্দল, ১৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর ২৪ পরগণার জগদ্দলে তৃণমূল কংগ্রেস নেতা ভিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল আরও ৩ জনকে গ্রেফতার করেছে।

ধৃতরা হল – পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদ, মহম্মদ জিশান ও ইফতিকার আলম ওরফে সোনু। এর আগে গ্রেফতার করা হয় অঙ্কিত কুমার সিং ও রহিস আলি নামে দুষ্কৃতীকে। এই খুনের ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৫।

পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া জানিয়েছেন, হত্যার মূল ষড়যন্ত্রকারী পঙ্কজ। ইফতিকার ছাড়াও বাইকে থাকা সূর্য সাহা ও অরিন্দম ঘোষ নামে দুই দুষ্কৃতী ভিকিকে গুলি করেছিল। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। খুনের প্রকৃত উদ্দেশ্য যাচাই করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *