শহুরে নকশালদের লালন-পালন করছে এ রাজ্য, অভিযোগ শুভেন্দুর

কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.) : সংসদে তাণ্ডবকাণ্ডে ধৃত ললিত ঝা’র বাংলা-যোগ আরও জোরালো হওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার শুভেন্দুবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সফলভাবে পশ্চিমবঙ্গে একটি বাতাবরণ তৈরি করেছেন যা শহুরে নকশালদের লালন-পালন করছে। ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-কে উৎসাহিত করছে। অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীদের নিরাপদ পথ এবং প্রয়োজনীয় নথি তৈরিতে সাহায্য করে তাদের থাকার সুবিধা দিচ্ছে। দুর্ভাগ্যবশত রাষ্ট্রটি জাতীয় বিরোধী কার্যকলাপের কেন্দ্র এবং জাতীয় স্বার্থবিরোধীদের আশ্রয়স্থল ও প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে।”

প্রসঙ্গত, বাগুইআটিতেও আস্তানা ছিল ললিতের। আর বড়বাজারে বাড়ি ভাড়া নিয়ে গৃহশিক্ষকতা করতেন। সূত্রের খবর, বাগুইআটিতে সপরিবার ৩ বছর একটি বাড়িতে ভাড়া ছিলেন ললিত ঝা। মা-বাবা ও দুই ভাইকে নিয়ে বাগুইআটিতে থাকতেন ললিত ঝা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *